ঢাকা, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচন ২০২৪

সংসদ নির্বাচনে মাঠে থাকবে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনী: ইসি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৬:৪০ বিকাল  

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে আনসার ৫ লাখ ১৬ হাজার, কোষ্টগার্ড থাকবে ২ হাজার ৩৫০ জন, বিজিবি থাকবে ৪৬ হাজার ৮৭৬ জন এবং পুলিশ ও র‌্যাব থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অশোক কুমার দেবনাথ বলেন, ‘যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে সেই উপলক্ষে আজকে বিভিন্ন বাহিনীর সাথে নিয়মিত বৈঠক হয়েছে। এখানে বাজেট কখনও চূড়ান্ত হয় না। একটা সম্ভব্য  বাজেট নিয়ে আলোচনা হয়। প্রত্যেক জন ও প্রতিদিন হিসেবে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) একটা বাজেট দেয়। তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত একটা হার আছে, সে অনুযায়ী কত সংখ্যক নিয়োগ হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তারা কিছু অগ্রিম বরাদ্দ চেয়েছে। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা কতটুকু দিতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

কতজন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে এবং সব মিলিয়ে বাজেট কত এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবমিলিয়ে বাজেট বলা যাবে না। কোন বাহিনীর কত সংখ্যা কত সেটা বলতে পারি। আনসার ৫ লাখ ১৬ হাজার, কোষ্টগার্ড থাকবে ২ হাজার ৩৫০ জন, বিজিবি থাকবে ৪৬ হাজার ৮৭৬ জন এবং পুলিশ ও র‌্যাব থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১ জন। আর সেনাবাহিনীর বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে।’

কোন বাহিনী কতদিন থাকবে সে বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তীতে পরিপত্র জারি হলে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। তারা যেভাবে দায়িত্ব পাবে সে অনুযায়ী বরাদ্দ হবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিস্ম্বের, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।