ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ১২:৪৭ রাত  

ছবি সংগৃহীত

সোমবার থেকে (২০ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি(জাপা)। যা চলবে ২১ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

রোববার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।

জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে।