ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বিএনপি-জামায়াতের অবরোধ

বাংলামোটরে চলন্ত বাসে আগুন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩, ০৮:০৪ রাত  

ছবি সংগৃহীত

রাজধানীর বাংলমোটরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে পুলিশ বক্সের সামনে শাহবাগগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার অবরোধ ঘিরে শনিবার সন্ধ্যা ৭ থেকে রোববার ভোর সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১০টি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন