ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বিএনপি-জামায়াতের অবরোধ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩, ০৭:২০ বিকাল  

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবপত্র ছাড়াও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

রোববার (৫ নভেম্বর) ভোরের দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ উত্তরায় টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত

হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ অভিযোগ করে বলেন, রাতে দলীয় কার্যালয়ে আগুন দিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামারুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন