ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১২০

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২৩, ০৯:৫০ সকাল  

ছবি সংগৃহীত

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নেপালে এখন পর্যন্ত অন্তত ১২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের বেশ কিছু অঞ্চলেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভারতে কোনো হতাহত হয়েছে কি না তার খবর পাওয়া যায়নি। কাঠমান্ডু পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা জাজারকোটে।
জাজারকোট জেলার উপ-পুলিশ সুপার সন্তোষ রোকা বলেছেন, জাজারকোট ও পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছেন। সেখানে নিহতদের মধ্যে একজন মেয়রও রয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
পশ্চিম রুকুমের পুলিশসুপার জানিয়েছেন, তার এলাকায় ৩৬ জন নিহত হয়েছে। তাছাড়া আটবিস্কোট পৌরসভায় ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও আটজন মারা গেছেন সানিভেরী পল্লী পৌরসভা এলাকায়।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেপালে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর অঞ্চলের রাজ্যগুলোতে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে। এসময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। প্রায় এক মিনিট অনুভূত হওয়া এই ভূমিকম্পে নেপালের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।