ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপি-জামায়াতের অবরোধের ২য় দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান-ট্রাক-অটোরিকশা ভাঙচুর

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩, ১২:০৩ দুপুর  

ছবি সংগৃহীত

বিএনপির টানা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ও  কাভার্ডভ্যান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। 

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আহসানউল্লাহ বলেন, সংবাদ পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিত কার্যক্রম চালাচ্ছে।

এদিকে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের শিংলাবো এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন : অবরোধের দ্বিতীয় দিন ভোরে সাভারে বাসে আগুন

নারায়ণগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব মিছিলের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও নেতাকর্মীরা টানা তিন দিনের কর্মসূচি সফল করতে মাঠে রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রথম দিনের অবরোধে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় আড়াইহাজার উপজেলা। তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন