ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৮:৪০ রাত  

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বাজে সময় যেন শেষ হচ্ছে না। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সাকিবের দল। পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে মঙ্গলবার (৩১ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ দল। সেখানে শুরুর দশ ওভারেই তিন উইকেট হারিয়েছে টাইগাররা, আর তাতে লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে পাওয়ারপ্লেতে ৭০ ওভার ব্যাটিং করেছে টপ অর্ডারের ব্যাটাররা। ৭০ ওভারে মোট ১৬টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। অর্থাৎ, প্রথম পাওয়ারপ্লেতে প্রতি প্রায় ৪.৪ ওভারে ১টি করে উইকেট হারিয়েছে টাইগাররা। এই তালিকার দুইয়ে আছে ইংল্যান্ড, ৬ ম্যাচে ১৩টি উইকেট হারিয়েছে তারা। দুই দলের পয়েন্ট তালিকার অবস্থানও তুলে ধরে সেটিই।  

এর আগে, জয়ের ধারায় ফেরার লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।