জাতীয় নির্বাচন ২০২৪
নির্বাচন হবে এবং সময়মতোই হবে,সংলাপের সম্ভাবনা নাইঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৬:১৮ বিকাল
ছবি সংগৃহীত
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে সব সংশয় আর অনিশ্চয়তার কথা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “একটা কথাই বলতে পারি, নির্বাচন হবে এবং সময়মতই হবে।” ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক প্রশ্নের উত্তরে তার এ বক্তব্য আসে।
গত কিছুদিনে প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য থেকে উদ্ধৃত করে তার কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল- কোন বিদেশি শক্তি চোখ রাঙাচ্ছে? নির্বাচন আদৌ হবে কি না, সময়মত হবে কি না, আবার জরুরি অবস্থা আসবে কি না, এসব প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে।
আরও পড়ুনঃ আমাদের হাতে অপশন নেই, যথাসময়েই নির্বাচন: সিইসি
নির্বাচন সময়মতই হবে জানিয়ে প্রধানমন্ত্রী তা উত্তরে বলেন, “কে চোখ রাঙালো, আর কে ব্যাকালো, আমরা ওটার পরোয়া করি না। অনেক সংগ্রাম করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।”
গণতন্ত্র থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ থাকলে দেশের উন্নতি হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “উন্নয়ন তো শুধু মোট্রো রেল আর টানেল দিয়ে না, যান না গ্রামে ঘুরে আসুন না। উন্নয়নটা আমি তৃণমূল থেকে করে দিয়েছি।”
কোন বিদেশি শক্তি চোখ রাঙাচ্ছে– এই প্রশ্ন যিনি রেখেছিলেন, তাকে প্রধানমন্ত্রী বলেন, “কেন, আপনাকে আমার বলতে হবে কেন? আপনারা বোঝেন না?
“ডায়লগ করতে হবে! ট্রাম্প সাহেব আর বাইডেন কি ডায়লগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়লগ করবে, সেদিন আমি করব।”
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন