ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মিরপুরে সাকিবকে দেখে 'ভুয়া ভুয়া' স্লোগান সমর্থকদের

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৪:১২ দুপুর  

ঘরের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি হননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাধিকবার বিতর্কে জড়ালেও ভক্তদের এমন বাজে পরিস্থিতির মুখে পড়তে হয়নি সাকিবকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত কয়েকজন ভক্তের রোষের মুখে পড়েন দেশের সেরা খেলোয়াড় সাকিব। এ সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাঘের নেতা একটি কালো গাড়ি চালাচ্ছেন।
এর আগে, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে তারকা এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান