ঢাকা, শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সংসদে ফিলিস্তিন নিয়ে আলোচনা হবে: স্পিকার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৮:০৫ রাত  

ছবি সংগৃহীত

জাতীয় সংসদে চলতি অধিবেশনে একদিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে ফিলিস্তিন নিয়ে সাধারণ আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ কথা জানান।

আরও পড়ুনঃ বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

এদিন সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী।

এ সময় স্পিকার জানতে চান, আপনি কী বিষয়ের ওপর তিনি বক্তব্য দিতে চান। তখন মাইজভান্ডারী জানান, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন। এরপর স্পিকার বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ সংসদের চলতি অধিবেশনে একদিন নির্ধারণ করা হবে, যেদিন ফিলিস্তিন বিষয়ে আলোচনা করা হবে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন