ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৬:১৩ বিকাল  

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৭ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। খবর আলজাজিরার।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত গাজায় ৫ হাজার ৮৭ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে হাজারের বেশি শিশু রয়েছে। এ ছাড়া ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮২ শিশুসহ অন্তত ৪৩৬ জন নিহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত প্রায় একশ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ গাজায় ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত 

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন