ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

বড় হারে পয়েন্ট টেবিলে টাইগারদের অবনতি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১০:৩৬ রাত  

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানের পাশাপাশি টাইগারদের নেট রানরেটও বেশ ভালো ছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ন্যুনতম লড়াইও দেখাতে পারেনি সাকিব আল হাসানের দল। আগে ব্যাট করে ইংলিশরা ৩৬৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয়। যার জবাবে টাইগারদের ইনিংস থেমেছে ২২৭ রানে। ১৩৭ রানের বড় পরাজয়ে তাই পয়েন্ট টেবিলে তাদের ব্যাপক অবনতি হয়েছে।

মঙ্গলবার ধর্মশালায় টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ ওপেনাররা ব্যাট চালিয়েছেন মারমুখী ভঙ্গিতে। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে জস বাটলারদের সংগ্রহ চলে যায় বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। 

বিপরীতে টাইগাররা রানতাড়ার শুরু থেকেই ছিল নড়বড়ে। ব্যক্তিগত ১ রানেই ফিরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এদিন লিটন দাসের রানে ফেরার দিনে অবশিষ্ট টপ অর্ডাররা চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। টাইগারদের জন্য লিটন ও মুশফিকুর রহিমের ফিফটি-ই কেবল এই ম্যাচের সান্ত্বনার বিষয়। লিটন ৭১ এবং মুশফিক খেলেন ৫১ রানের ইনিংস। ৮ বল হাতে রেখেই টাইগাররা ২২৭ রানে গুটিয়ে যায়।

এতে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গেছে বাংলাদেশ। ২ ম্যাচের মধ্যে একটি করে জয় ও হার নিয়ে তাদের অর্জন ২ পয়েন্ট। একইসঙ্গে নেট রানরেট নেমে গেছে এক-এর নিচে, ০.৬৫৩। একটি করে ম্যাচ জেতা দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে।

এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে নেট রানরেটও প্রায় দুইয়ের (১.৯৫৮) কাছাকাছি। এক ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান টেবিলের দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের। এখনও কোনো জয় না পাওয়া অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা আছে যথাক্রমে তালিকার তলানিতে।