ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকেই অচল করে দেবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৩, ০৯:৫৬ রাত  

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসী বিএনপিকেই অচল করে দেবে, নিজেরাই অচল হয়ে যাবে।

তিনি বলেন, ‘ফখরুল বলেছেন ঢাকা অচল করে দেবে অক্টোবর মাসে। ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে।’আজ রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়নের পক্ষে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সমাবেশ পরিচালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম মান্নান কচি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও মির্জা আজম এমপি, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কামাল আহমেদ মজুমদার এমপি, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। 

শান্তি ও উন্নয়নের পক্ষে আওয়ামী লীগের মিছিলটি গাবতলী থেকে শুরু হয়ে শ্যামলীতে গিয়ে শেষ হয়।ওবায়দুল কাদের বলেন, ‘ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। তার আগে নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। বিএনপির সঙ্গে খেলা ছাড়া উপায় নেই। বিএনপির হাওয়া ভবন, লুটপাট, দুর্নীতি, ভোট চোর ও স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে। ঢাকাসহ সারা বাংলায় খেলা হবে। ফাউল করলে লালকার্ড, ফাউল করলে হলুদ কার্ড।’দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসন আমলে না খেয়ে কেউ মারা গেছে, এমন তথ্য প্রমান কেউ দিতে পারবে না। খাওয়ার কষ্ট থাকবে না। শেখ হাসিনা রাতের ঘুম হারাম করে মানুষের কথা চিন্তা করেন।’যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। পুতিন প্রধানমন্ত্রীর কাছে ইউরেনিয়াম হস্তান্তর করেছেন। বাংলাদেশে আলো ঝলমল পরিবেশ হবে। এতে ফখরুল আর মঈন খানের অন্তর্জ্বালা।’ 

তিনি বলেন, যে লাফাবে মাথায় ইউরিনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। ডান্ডা মেরে ঠান্ডা করবো না, ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।’