মেক্সিকোতে গির্জার ছাদ ধসে ৭ জন নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৩, ১১:৪৭ দুপুর
ছবি সংগৃহীত
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে রোববার একটি গির্জার ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
তামাউলিপাস রাজ্য সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সিউদাদ মাদেরো শহরে এ দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত এবং সেখান থেকে আহত ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে।