ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজায় যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড়

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৪, ০৯:০০ রাত  

ছবি সংগৃহীত

গাজায় অব্যাহত বোমা হামলা ও স্থল অভিযানের মধ্যেই পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালাচ্ছে ইসরায়েল। চলছে ব্যাপক গ্রেফতার অভিযান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর থেকে অভিযান চালিয়ে অন্তত ১৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর পশ্চিম তীরে অভিযান চালিয়ে মোট ৬ হাজার ৩৯০ জনকে গ্রেফতার করে নিয়ে গেছে দখলদার বাহিনী।

ফিলিস্তিনের প্রিজনার সোসাইট জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে সাবেক বন্দিও রয়েছে। জেনিন, রামাল্লা, হেবরন, নাবলুস, তুলকারম এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পেছনে ইরানের হাত রয়েছে দাবি করলেও এখনই দেশটির সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি এ কথা জানিয়েছেন।


তিনি সাংবাদিকদের বলেছেন, ইরানকে কীভাবে জবাব দেওয়া হবে তা জো বাইডেন নিজেই ঠিক করবেন। কীভাবে এ কাজ করা হবে তা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে। তবে এই মুহূর্তে নতুন করে কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র।