ইউক্রেনে-রাশিয়া যুদ্ধ
কিয়েভ বিস্ফোরণে ২৫ জন আহত: মেয়র
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ১১:০০ রাত
ছবি সংগৃহীত
ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বুধবার সকালে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে। কিইভের মেয়র এ কথা জানান। শহরে এএফপি’র এক সাংবাদিক বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান, এর পরপরই বিমান হামলার সাইরেন বেজে ওঠে।
মেয়র ভিটালি ক্লিটসকো সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ‘চিকিৎসকদের মতে, রাজধানীর ডিনিপ্রোভস্কি জেলায় ইতিমধ্যে ২৫ জন আহত হয়েছে। ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।’তিনি বলেন,‘রাজধানীর ডিনিপ্রোভস্কি জেলায় শত্রুদের রাতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
১৫ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।ক্লিটসকো বলেন, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটি কিয়েভে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হামলা এবং ইউক্রেনের রাজধানীতে দীর্ঘ সময় ধরে শান্ত থাকার পরে যা রবিবার কিয়েভে প্রথম হামলা চালানো হয়।