ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

গাজায় হাসপাতালে হামলা, নিহত ৮

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০৭, ২০২৩, ১২:৪৪ দুপুর  

ছবি সংগৃহিত

ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে।

রবিবার আরেকটি যোগাযোগ ও নেটওয়ার্ক বন্ধের পর নাসের মেডিকেল কমপ্লেক্স, যেখানে চারটি হাসপাতাল রয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পরোক্ষ ও প্রত্যক্ষ আঘাতের শিকার হয়েছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

মেডিকেল কমপ্লেক্সে আল-নাসের শিশু হাসপাতাল, রান্টিসি বিশেষায়িত হাসপাতাল, চক্ষু হাসপাতাল এবং মানসিক হাসপাতাল রয়েছে।রান্টিসি হাসপাতালের একজন চিকিৎসক সুলেমান কাউদ বলেন, সেই রাতে ইসরায়েলের সেনাবাহিনী আমাদের কিছু কর্মীদের ডেকেছিল এবং বলেছিল যে তারা হাসপাতালের চারপাশে ফায়ার বেল্ট তৈরি করবে।

আরও পড়ুনঃ গাজা এখন ‘শিশুদের কবরস্থান’ : জাতিসংঘ প্রধান

প্রায় ৬টা ৩০ মিনিটে ইসরায়েলি যুদ্ধবিমান সাইকিয়াট্রিক হাসপাতাল এবং রান্টিসি হাসপাতালের মধ্যবর্তী এলাকায় আঘাত হানে এবং কয়েকজন মেডিকেল স্টাফসহ ৩৫ জন আহত হয়। দুই ঘণ্টা পরে রান্টিসি হাসপাতালের পাশাপাশি এর দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব দিকেও আঘাত হানে।

কাউদ বলেন, শিশুদের ক্যান্সার ওয়ার্ড হাসপাতালের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সেখানে ৩০টিরও বেশি শিশু কেমোথেরাপির চিকিৎসা নিচ্ছিল।এরপর তৃতীয়বারের মতো হাসপাতালটিতে হামলা চালানো হয় যেখানে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহন পার্ক করা ছিল এবং যেখানে বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।

‘আমাদের ৮০ থেকে ১০০ রোগী এবং ৭০০টি বাস্তুচ্যুত পরিবার রয়েছে, যাতে প্রায় ৫০০০ লোক’, কাউদ বলছিলেন।‘সৌর প্যানেল এবং পানির ট্যাঙ্কগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার অর্থ রান্টিসি হাসপাতালে প্রবাহিত পানির এক ফোঁটাও নেই,’ তিনি বলেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন