ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

রাশিয়ার ৩৩টির মধ্যে ২৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২৩, ০৭:২৫ বিকাল  

ছবি সংগৃহীত

ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেন ভূখন্ডে গতরাতে হামলা চালানো রাশিয়ার ৩৩টি ড্রোনের মধ্যে ২৫টি গুলি করে ভূপাতিত করেছে। খবর এএফপি’র।

দেশটির বিমান বাহিনী টেলিগ্রামে জানায়, ওডেসা, খারকিভ, মাইকোলাইভ এবং ডিনিপ্রোসহ ছয়টি অঞ্চলে ২৫টি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে। অপর আটটি ড্রোন কোথায় হামলা চালিয়েছে তা বলা হয়নি। এরআগে ওডেসার দক্ষিণাঞ্চলের গভর্নর বলেছিলেন যে ড্রোনগুলো রোমানিয়া সীমান্তের কাছে ইজমাইল জেলার বন্দর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

ওলেগ কিপার টেলিগ্রাম বার্তায় বলেন, ওই হামলায় ব্যবহৃত তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে সেখানে হামলায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি শস্য সংরক্ষণ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।এরআগে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রামে বার্তায় দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে আরও আটটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল।