৫০ বছরে টুইঙ্কেলের স্নাতক সম্পন্ন, যা বললেন স্বামী অক্ষয়
প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৪, ১২:১৫ দুপুর
ছবি সংগৃহিত
টুইঙ্কেল খান্না একাধিক পরিচয়ে পরিচিত। নব্বইয়ের দশক ও তার পরও বলিউডে তার ছিল শক্ত অবস্থান। এরপর সংসার ও অন্যান্য কারণে অভিনয় থেকে দূরে সরেছেন। কিন্তু হারিয়ে যাননি। শিল্পের আরেকটি মাধ্যম তিনি গ্রহণ করেছিলেন- লেখালেখি। তাই অক্ষয় কুমারের স্ত্রী বা রাজেশ-ডিম্পল দম্পতির কন্যা নয়, টুইঙ্কেল পরিচিত স্বনামেই। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো একটি নতুন পালক। তিনি লন্ডনের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি থেকে ফিকশন রাইটিংয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
বিষয়টি নিয়ে অক্ষয় কুমার তার সামাজিক যোগাযোগমাধ্যেমে একটি পোস্ট করেছেন। কনভোকেশনের পোশাক পরা টুইঙ্কেলের হাত ধরে একটি ছবি তুলেছেন তিনি। সেটি পোস্ট করে লিখেছেন, ‘দুই বছর আগে তুমি যখন বললে আবার পড়াশোনা শুরু করবে, আমি ভেবেছিলাম, তুমি আসলেই সেটা করবে কিনা। কিন্তু যেদিন তুমি পরিবার, সন্তান, ক্যারিয়ার আর আমাকে সামলে সত্যিই পড়াশোনা নিয়ে নতুন করে পরিশ্রম শুরু করলে, আমি বুঝলাম, একজন সুপারউইম্যানকে বিয়ে করেছিলাম। আজ তোমার গ্র্যাজুয়েশনের সময় মনে হচ্ছে আমার আরেকটু পড়াশোনা করার প্রয়োজন ছিল। তাহলে উপযুক্ত শব্দ খুঁজে পেতাম তোমাকে অভিনন্দন জানাতে। আমি অত্যন্ত গর্বিত, টিনা। অভিনন্দন ও অনেক ভালোবাসা।’
মজার ব্যাপার, গতকাল ছিল অক্ষয়-টুইঙ্কেলের ২৩তম বিবাহবার্ষিকী। এদিন টুইঙ্কেলের নতুন কৃতিত্ব তাদের উদযাপনে নতুন মাত্রা এনে দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এমনিতে তিনি বরাবরই স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন। অক্ষয়ের পোস্টে কমেন্ট করে টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘আমি টাল সামলাতে না পারলে আমাকে ধরে থাকার মতো একজন সঙ্গী পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি। বারবার টাল হারাই, তাই না? কাল সে যাত্রার ২৩ বছর পূর্ণ হচ্ছে।’
গ্র্যাজুয়েশন দিনের একটি রিল নিজে শেয়ার করেছেন টুইঙ্কেল। সেখানে তাকে স্টেজে হাঁটতে ও টুপি ওড়াতে দেখা যায়। টুইঙ্কেল লিখেছেন, ‘অবশেষে সেই দিন! আমার গ্র্যাজুয়েশন হলো। মনে হচ্ছে, গোল্ডস্মিথে আমি গতকাল এসেছিলাম। আবার মনে হচ্ছে বহু বছর কেটেছে। রৌদ্রোজ্জ্বল একটা দিন, চমৎকার একটা শাড়ি আর পরিবার পাশে থাকার সৌন্দর্য উপভোগ করছি, যা আমি কখনো কল্পনা করিনি।’
টুইঙ্কেল এরই মধ্যে লেখিকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। তার লেখা ‘মিসেস ফানিবোনস’, ‘পাজামাস আর ফরগিভিং’ ও ‘লেজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’ বেস্টসেলার হয়েছে। কিছুদিন আগে তার চতুর্থ বই ‘ওয়েলকাম টু প্যারাডাইস’-এর খবর দিয়েছেন।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন