ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সিনেমা থেকে বাদ পড়ার কারণ জানালেন পূর্ণিমা

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৯:২১ রাত  

ছবি সংগৃহিত

ঢাকাই সিনেমায় অনেকেই পলিটিক্সের কারণে কাজ পায়নি। এ ছাড়া পলিটিক্সের কারণে কিছু কিছু সিনেমা থেকে বাদ পড়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

তবে পূর্ণিমাকে অভিনয়ে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে দেখা যায়। এরই ধারাবাহিকতায় এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

আরও পড়ুন: সব প্রমাণ নিয়েই হাজির হব : বুবলী

 সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে পূর্ণিমা বলেন, চলচ্চিত্র এখন অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার। অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটি হয়েছে।
 
পূর্ণিমার ভাষ্য, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।
 
এ সময় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।
 

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন


 বর্তমানে পূর্ণিমা অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’।

সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন।