ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

গানের সুর বিকৃতিতে এবার মুখ খুললেন নজরুলের নাতি

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১১:০৪ রাত  

ছবি সংগৃহিত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের সুর বিকৃতির অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ভারতীয় অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন কবির নাতি অনির্বাণ কাজী।

শুক্রবার (১০ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা ‘পিপ্পা’। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমায় এ আর রহমানের সুরে ‘কারার ওই লৌহকপাট’ গানটি বিকৃত করায় দুই বাংলার মানুষই এর প্রতিবাদ করেছেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে কবির নাতি অনির্বাণ কাজী বলেন,‘যে চিন্তায় গানটি ব্যবহার করার লাইসেন্স দেওয়া হয়েছিল তার মর্যাদা রাখা হয়নি।’

অনির্বাণ আরও বলেন, ‘গানের ক্রেডিট থেকে তার পরিবারের নাম মুছে ফেলা হোক। আমরা বুঝতে পারিনি উনার মতো একজন শিল্পী এতটা অসংবেদনশীল হতে পারে।’

‘গানটিকে হত্যা করা হয়েছে। আমি চলচ্চিত্রের ক্রেডিট লাইনে “বিশেষ ধন্যবাদ”-এ আমাদের পরিবারের নাম চাই না।’

আরও পড়ুনঃ রাশমিকা মান্দানার ‘ভাইরাল ভিডিও’ কাণ্ডে পুলিশের এফআইআর

তিনি আরও বলেন, ‘আমার মা গানটা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সুর এবং কথা ঠিক রেখে ব্যবহারের জন্য। মা বলেছিল, গানটা তৈরি হয়ে গেলে একবার শোনাতে। ২০২১ সালে মা অনুমতি দেন। কিন্তু ওরা কিছুই শোনায়নি। এরপর মাও মারা যান।’

‘রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানতে চাই, তাকে কে অধিকার দিল গানটি বিকৃত করার। স্বত্ব দেয়ার সময় তো সুর বদলের কথা বলা হয়নি। এটাকে গ্রামীণ সংগীতের মতো, ভাটিয়ালির মতো করে দিয়েছে। অনেক সস্তা করে দিয়েছে।’
 
১৯২২ সালের ২০ জুন ‘কারার ওই লৌহ কপাট’ গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল। এটি একটি কালজয়ী গান। ১৯৪৯ সালের জুন মাসে যা রেকর্ড করা হয়। গিরিন চক্রবর্তী গানটি গেয়েছিলেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন