ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো আগামীকাল
প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩, ০৭:৫১ বিকাল
ছবি সংগৃহিত
ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো আগামীকাল।
চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্মের উপরে ‘তিতাস পারের মানুষটি: শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ শিরোনামে সত্তর মিনিট দৈর্ঘের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।আগামী ৬ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। প্রামাণ্যচিত্রটির প্রযোজনা করেছেন ধীরেন্দ্রনাথ দত্তের পরিবারের বর্তমান প্রজন্মের সদস্যরা।
আরও পড়ুনঃ হোমায়রা হিমুর মৃত্যু নিয়ে যা বললেন আলোচিত সেই মেকআপ আর্টিস্ট মিহির
উল্লেখ্য, পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষার দাবি উত্থাপনকারী সংসদ সদস্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের উপর নির্মিত এ প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী সংসদ সদস্য আরোমা দত্ত, সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, লেখক ও বুদ্ধিজীবী মফিদুল হক ও শাহরিয়ার কবির এবং প্রামাণ্যচিত্রটির নির্মাতা তানভীর মোকাম্মেল।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন