ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

চার দিন ধরে হাসপাতালে পরীমনি, চাইলেন দোয়া

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১২:০২ রাত  

‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন রাজধানীতে। এর মধ্য দিয়ে দুই বছর বিরতির পর ক্যামেরার সামনে এসেছিলেন পরীমনি। হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত উপসর্গ নিয়ে শুটিং থেকে বিরতি নেন নায়িকা। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। ৪ দিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

পরীমনি সোমবার (১৬ অক্টোবর) গণমাধ্যমকে জানিয়েছেন, চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠাণ্ডা ও জ্বর। সবার কাছে দোয়া চাই। ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হলো না। তিনি আরো বলেন, ‘রক্তচাপও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন’।

সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এছাড়া একাধিক ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।