ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমা দেখে যা বললেন জায়েদ খান

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ১২:২৩ রাত  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জায়েদ খান

শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি মুক্তির আগেই বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়।

এদিন বঙ্গবন্ধু কন্যা আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভে হাজির হয়ে পুরো সিনেমাটি উপভোগ করেন। এসময় ‘মুজিব’ সিনেমার কলাকৌশলীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ রাশিয়া-কোরিয়ার পর ভারত? বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণের দাবি কঙ্গনার

প্রধানমন্ত্রীর সাথে একই হলে বসে সিনেমা দেখার অভিজ্ঞতাকে অবর্ণনীয় ও বিশেষ আবেগের বলে মন্তব্য করেছেন ‘মুজিব’ সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করা জায়েদ খান।

সিনেমাটি প্রদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসে ছবি দেখা এবং তিনি সম্পূর্ণ ছবিটা দেখেছেন এ অনুভূতি অবর্ণনীয়। সারাজীবন এই ছবিতে জায়েদ খান বেঁচে থাকবে, এটা আমার জীবনে বড় পাওয়া।

তিনি আরও বলেন, পর্দায় প্রধানমন্ত্রী তার বাবার মৃত্যু দেখে কান্না ধরে রাখতে পারেননি। ছবি শেষে চোখ মুছতে মুছতে তিনি বের হয়েছেন। তার চোখে পানি দেখেছি। তিনি দুই ঘণ্টা আমাদের সময় দিয়েছেন। সবার সঙ্গে ছবি তুলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিজে ছবিটি হওয়ার জন্য বিভিন্নভাবে সময় দিয়েছেন। এবার সারাবিশ্বের মানুষ ছবিটি দেখতে পারবেন।

টিক্কা খান চরিত্রে জায়েদ খানটিক্কা খান চরিত্রে জায়েদ খান

বিশেষ এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া ‘মুজিব’ সিনেমার চিত্রনাট্যকার অতুল তিওয়ারি (ভারত), বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার ভূমিকায় কাজ করা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুনের চরিত্র ফুটিয়ে তোলা কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।