ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হামলাকারীদের দুয়েকজন চিনতে পেরেছি : মনোজ প্রামাণিক

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৩, ১১:১৯ দুপুর  

ছবি সংগৃহীত

সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) সংঘর্ষের ঘটনায় অভিনেতা মনোজ প্রামাণিককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি খেলেছিলেন নির্মাতা দীপংকর দীপনের দলে। তার ওপর হামলা চালায় মোস্তফা কামাল রাজের দলের কয়েকজন খেলোয়াড়।ঘটনার একদিন পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম মুখ খুলেছেন মনোজ। নাতিদীর্ঘ একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লীগে ঘটে যাওয়া বেশকিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমাকে নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আপনাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। মানসিকভাবে কিছুটা খারাপ থাকলেও, শারীরিকভাবে আমি ঠিক আছি এবং ভালো আছি।’

সেদিনের পরিস্থিতির বিবরণ দিয়ে এ অভিনেতা লেখেন, ‘অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা ধারণা করতে পেরেছিলেন এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দুয়েকজনের এমন উচ্চবাচ্য— তা এখনও আমার বোধগম্য নয়। কখনও তাদের সাথে দেখা হলে কথা বলে জেনে নিব।’

খেলার মধ্যে উত্তেজনা থাকাটা স্বাভাবিক বলে মনে করছেন মনোজ। তবে আঘাত করাকে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক মনে করেন তিনি।

মনোজ আরও লিখেছেন, ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের এক মেলবন্ধন সৃষ্টি করতে। ক্রিকেটকে আরও উৎসাহিত করতে। বাংলাদেশের সংস্কৃতিতে ও মিডিয়ায় যারা নিয়মিত কাজ করছে তাদের মধ্যকার বন্ধুত্ব দৃঢ় করতেই এই আয়োজন। এর মধ্যে এই ঘটনা একদমই কাম্য নয়।’
তার দলের সদস্যদের ওপর যারা হামলা চালিয়েছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মনোজ। তিনি লেখেন, ‘আমাদের টিমের ওপর যারা আঘাত করেছিল, তারা হয়ত উত্তেজনার বশে কাজটি করেছে। তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি জানাই। আমাদের টিমের আঘাতপ্রাপ্ত সহকর্মী ও টিমমেটরা যারা হাসপাতালে ছিলেন তাদের জন্য সহমর্মিতা ও ভালো ব্যাপার হচ্ছে তারা সুস্থ হবার পথে। তাদের চিকিৎসা ও ক্ষতির দায়ভারের দাবি জানিয়ে সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

মনোজ জানালেন, হামলাকারীদের দুয়েকজন বাদে অন্যদের তিনি চেনেন না। কখনও দেখেননি বলেও জানান। তার কথায়, ‘যারা হামলার এই কাজটি করেছে তাদের দুয়েকজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সাথে ছিল তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দুয়েকজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ। বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে।’

 

এদিকে ঘটনার পরের দিন শনিবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সব বিভেদ ভুলে তারকারা মিলে যান। এটা নিয়ে মনোজ লিখেছেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে, গতকাল সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।’

সবশেষ মনোজ লিখেছেন, ‘এই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমার ভালবাসা ও কৃতজ্ঞতা। সকল ঝামেলার অবসান ঘটিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগ আবারও শুরু হোক। দর্শকদের দুশ্চিন্তা নয়, আনন্দের কারণ হয়ে উঠতে চাই আমরা প্রত্যেকেই। খেলা হোক সম্প্রীতির জন্য, খেলা হোক সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যেকটি কর্মীর সম্পর্ককে দৃঢ় রাখার জন্য। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।’

এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দীপংকর দীপনের খেলোয়াড়দের ওপর হামলা চালান মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়রা। এতে আহত হন ৬ জন। তারকাদের ক্রিকেটের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।