ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ায় মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৮:১৩ রাত  

ছবি সংগৃহীত

বগুড়ায় মাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।   

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) বিনয় কুমার ঘোষ রজত জানান।    

মৃত্যুদণ্ড প্রাপ্ত গোপাল চৌহান (২২) বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা। 

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল তার মা সোনিয়া চৌহানকে (৬৫) তার নিজ বাসায় গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। 

এরপর সকালে গোপাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে।

ওই  ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে  থানায় একটি হত্যা মামলা করেন। 

পরে ৮ ফেব্রুয়ারি আদালতে দেওয়া জবানবন্দি গোপাল জানান, ছোটবেলায় তার বাবা মারা গেছেন। তার ধারণা মা সোনিয়া তার বাবাকে হত্যা করেছিল। সেই ক্ষোভ থেকেই তিনি তার মাকে হত্যা করেন। 

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচার কাজ শেষে আদালত রোববার গোপালকে দোষী সাব্যস্ত করে রায় দিল।