ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

‘কথা দিচ্ছি আপনাদের হতাশ করবো না’

নিউজ ডেক্স

 প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১০:০০ রাত  

ছবি সংগৃহিত

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার (২৩ ডিসেম্বর) গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গণসংযোগকালে সাকিব আল হাসান বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের সন্তান, মাগুরাবাসীর সন্তান। আমি আপনাদের কাছে এসেছি একটি জিনিস চাইতে। সেটি হচ্ছে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। যাতে আমি আপনাদের মাঝে বার বার আসতে পারি এবং মাগুরার জন্য কাজ করতে পারি। আপনারা এ সুযোগটা দেবেন ইনশাআল্লাহ। আমার জন্য ভোটার উপস্থিতির কথা একজন বলেছেন ৭০ পার্সেন্ট। আমার চাওয়াটা আরও একটু বেশি। একজন বলেছেন একশ, আমি চাই একশই। কিন্তু একশ যদি মিস হয়ে যায় ৯৫ পার্সেন্ট তো হতেই পারে। ইনশাআল্লাহ আপনারা একশই দিতে চেয়েছেন, আমি সেটাই চাই। সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।

আরও পড়ুনঃ প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবেন ১৫-১৭ নিরাপত্তাকর্মী

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের হয়ে কাজ করার জন্য। এখন আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি যদি সুযোগ পাই আপনাদের হতাশ করবো না।

তিনি বলেন, আমি আশাবাদী জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন যেভাবে আমাকে সহযোগিতা করছে এটি অব্যাহত থাকবে। আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে মাগুরা-১ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ শিকদারের সভাপতিত্বে জগদল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ ক্ন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মীর শহিদুল ইসলাম বাবু, শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।