মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোয়া, দাম চাওয়া হচ্ছে ২ কোটি টাকা
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:১৫ দুপুর
ছবি সংগৃহীত
একটি প্রবাদ আছে সাগর যাকে চায় তাকেই কোটিপতি বানিয়ে দিতে পারে নিমিষেই। প্রবাদের সাথে মিল রেখে তেমনি এক ঘটনা ঘটলো কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে। ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া। মাছের দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। শুক্রবার মাছ ধরা পড়ে অত্যন্ত গরিব জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।
বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোয়া ধরা পড়েছে। খুবই গরিব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে।
এদিকে মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এককেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি দামটা অনেক বেশি হবে।’