ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

কনের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ১১:৩০ দুপুর  

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কনের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন আল আমিন শ্রাবণ নামে এক যুবক। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাংগাংরোড় হিরাঝিল এলাকায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান তিনি।

জানা গেছে, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন শ্রাবণ ও হিরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী হিরা চেয়েছিলেন তার বর তাকে হেলিকপ্টারে করে বিয়ে করে নিয়ে যাবেন। স্ত্রীর শখ পূরণ করতে শ্রাবণ হেলিকপ্টারে বিয়ে করতে যান।

এ বিষয়ে শ্রাবণ বলেন, আমার স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। এ ছাড়া আমার বাবা মা চেয়েছে আমি যেন আমার স্ত্রীর শখটা পূরণ করি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি।

কনে মেহরুন আক্তার হিরা বলেন, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে। এ কারণে আমি অনেক খুশি।