ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় নির্বাচন ২০২৪

নৌকার পক্ষে ভোট না চাইলে মুরাদ হাসান এমপি মীরজাফর হিসেবে প্রমানিত হবেন!

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ১১:০৫ দুপুর  

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থীতা ত্যাগ করে নৌকার পক্ষে ভোট না চাইলে সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান মীর জাফর হিসেবে প্রমানিরত হবেন একই সাথে ধুলিস্যাৎ হয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান এলিন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওনা ইউনিয়নের ২নং ওয়ার্ড আঃলীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমি আনিছুর রহমান এলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসহ এই উপজেলায় প্রায় ১০ জন প্রার্থী ছিলাম। এই ১০ জনের মধ্যে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে নেত্রী সিলেক্ট করে নৌকা প্রতীক দিয়েছেন এবং আমাদের বলেছেন তার পক্ষে কাজ করতে। আমরা সবাই তার পক্ষে কাজ করলেও দুজন ব্যক্তি স্বতন্ত্র হয়ে তার বিপক্ষে (স্বতন্ত্র) নির্বাচন করছেন।

আপনারা জানেন, ২০০৮ সালে ও ২০১৮ সালে আমাদের নেত্রী মুরাদ হাসানকে নৌকা দিয়ে ছিলেন। আমরা তার পক্ষে কাজ করে বিপুল ভোটে নির্বাচিত করেছিলাম। ধরে রাখার দায়িত্ব তার ছিল। কিন্তু সে ধরে রাখতে পারে নাই। এ ব্যর্থতার দায়ভার তাকেই নিতে হবে। আমরা কিন্তু নেব না। সারা সরিষাবাড়ীতে তেমন কোনো উন্নয়ন না হলেও সারা বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। উনি কিছু নির্দিষ্ট লোক দিয়ে সরিষাবাড়ী চালিয়েছেন। আজ অনেকেই রাজনীতি করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমাদের অর্জিত সবকিছু নষ্ট করে তারা মোটাতাজা হয়েছে।

তাই আমি এই এলাকার কৃতি সন্তান মুরাদ হাসান ভাইকে বলব, আপনার বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিল। আপনি কয়েক বার নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। আপনি নৌকার সঙ্গে বেইমানি করবেন না। আপনি যদি নৌকার সঙ্গে বেইমানি করেন তাহলে আপনার পিতার সঙ্গে বেইমানি করবেন। আপনার ভাইকে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি বানিয়েছেন। আপনি আপনার এলাকার মানুষকে নৌকায় ভোট দিতে বঞ্চিত করবেন না। আপনি নৌকার পথে এসে নৌকার গুণগান গান এবং নৌকাকে বিজয়ী করেন। আপনার বয়স আছে, আপনার সুযোগ আছে ইনশাআল্লাহ আগামী দিনে যদি আবার কখনো আপনাকে নৌকা দেয় তাহলে আপনার হয়ে আমরা কাজ করব।

আর যদি এবার আপনি নৌকার সঙ্গে বেইমানি করেন, মীরজাফরী করেন, তাহলে সরিষাবাড়ীর মাটি থেকে আপনি ধূলিসাৎ হয়ে যাবেন বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকা প্রতিকের প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক এবং নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল ইসলাম মানিক প্রমূখ। আওনা ইউপির মৌলভীবাজার ও ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায় মতবিনিময় সভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।