নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত এক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১২:১০ দুপুর
ছবি সংগৃহীত
নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন বড় ভাকৈর গ্রামে খসরু মিয়ার ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উক্ত মারামারির ঘটনায় বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর পুত্র আলিফ মিয়া (৪৫)কে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানা যায় বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার ফিশারি ০৩ বছর যাবত লিজ নিয়েআকবর উল্লাহর পুত্র আজাদ মিয়া (৫৫) মাছ চাষ করে আসছে। উক্ত ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের মাসুক মিয়া পিতা মৃত জাহিদ উল্লাদের সাথে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে আজাদ মিয়ার পক্ষে হামলায় নিহত আলিফ মিয়াগং এবং মাসুক মিয়ার পক্ষে তোহেল মিয়া গংদের মধ্যে মারামারির সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আলিফ মিয়া মারাযান। ঘটনার সত্যতা স্বীকার করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, এখনো কোন মামলা হয়নি তবে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।