ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

জামালপুরে সড়কে ঝরল ২ প্রাণ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:৪৫ দুপুর  

ছবি সংগৃহীত

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপভ্যান ধাক্কা দিলে  ২ জন নিহত হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫)। তারা দুজনেই সবজি ব্যবসায়ী বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।