ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ফেনীতে ২ লাখ ৪৩ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৫:০৫ বিকাল  

ছবি সংগৃহীত

জেলায় ২ লাখ ৪৩ হাজার ৫২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ মঙ্গলবার এ কার্যক্রম শুরু হয়েছে।
সকাল ১০টায় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ফেনীতে ২ লাখ ৪৩ হাজার ৫২ জন শিশুর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৬৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টিসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত রয়েছে।