ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নাটোরে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২৩, ০১:০০ রাত  

ছবি সংগৃহীত

নাটোর সদর উপজেলার নতুন অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব এবং মুক্তিযোদ্ধা সংসদ নাটোর জেলার সাবেক ডেপুটি কমান্ডার মকছেদ আলী মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সূর্য সন্তান। তাদের অনন্য ভূমিকার কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির কাংখিত গন্তব্যে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নতুন অন্তর্ভূক্ত ৩৫ জন জীবিত বীরমুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট এবং মৃত ৫৬ জন বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট।