ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

বেনাপোলে ২১টি ককটেল উদ্ধার

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ১১:৫৫ দুপুর  

ছবি সংগৃহিত

বেনাপোলের ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে অভিযান চালিয়ে এ ককটেল গুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ ডেমরার পরিত্যক্ত বাড়ি থেকে ‘বিপুল’ ককটেল উদ্ধার

যশোর র‌্যাবের মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে এমন খবরে অভিযান চালিয়ে ২১টি ককটেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ককটেল বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। ককটেল মজুদকারীদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ককটেল জব্দতালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন