জয়পুরহাটে সহরায় উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৫:৩৪ বিকাল
ছবি সংগৃহীত
স্থনীয় ক্ষুদ্র-নৃ-গোষ্টীদের সংস্কৃতির ধারা সহরায় উৎসব ও গ্রামীণ মেলা বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালী আদিবাসী পাড়া মন্দির চত্বরে ।
১৫ ও ১৬ নভেম্বর দু'দিন ব্যাপী ঐতিহ্যবাহী সহরায় উৎসব আয়োজন করছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্টী সম্প্রদায়ের লোকজন। সহরায় উৎসব উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী ও চিরাচরিত গ্রামীণ মেলার আয়োজন করা হয় ।এতে শিশু শিক্ষার্থী ও বয়স্করা ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে তাদের কৃষ্টি কালচার ও সংস্কৃতির ঐতিহ্য সহরায় নৃত্য নাচে গানে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উৎপল সরকার প্রমুখ।