ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ ১২

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৪:৪০ দুপুর  

ছবি সংগৃহীত

ময়মনসিংহের চর কালীবাড়িতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও অন্তত ১২ জন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। আর এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।