ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সখীপুরে ‘শাইল-সিন্দুর’ খালে মাছ ধরা উৎসব

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১০:৫৪ রাত  

ছবি সংগৃহিত

টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী শাইল-সিন্দুর খালে সম্মিলিত ভাবে মাছ শিকার করতে এসে উৎসবে পরিনত করলেন সৌখিন মৎস্য শিকারীরা। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন এ মাছ ধরার উৎসবে অংশ নেয়।

স্থানীয়রা জানায়, প্রতিবছরের মতো এ বছরও শাইল-সিন্দুর খালে পানি কমতে শুরু হওয়ায় পলো, চাক জাল, দড়ি ও মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে উপস্থিত হন সবাই। এসময় বোয়াল, মিনার কাপ, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ শিকার করেন অনেকে। 

আরও পড়ুনঃ বরগুনায় সুপারির বাম্পার ফলন

সরজমিনে গিযে দেখা যায়, মৎস্য শিকারীরা পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেয় আর হৈ-হুল্লোড় করে সামনের দিকে তালে তালে এগিয়ে যায়। পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরেন অনেকে। 
মৎস্য শিকারী সমিতির সভাপতি আবেদ আলী বড় একটি শোল মাছ ধরার পর বলেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। আমরা প্রতি বছর এ সময় মাছ ধরি। এ যেন আমাদের একটি উৎসব।

কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন জানান, প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উৎসব উদযাপিত হয়। এলাকাবাসী এটি আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছে বলেও জানান তিনি।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন