ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আসামি চার হাজার

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০৮:০২ রাত  

ছবি সংগৃহিত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি কারখানার বাইরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হলেও মামলায় আরও তিন থেকে চার হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ গার্মেন্টস শ্রমিকদের বেতন ৫৬% বৃদ্ধির পরও বহিরাগতদের চক্রান্ত : তথ্যমন্ত্রী

মামলার বাদী কোনাবাড়ী থানার এসআই আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকালে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজিজুল হক (২৬), মো. রনি (২৮), মো. ফেরদৌস আলম (৩৫), মো. নুর আলম (৩০), মো. হেলাল (২৬), ওবাইদুল্লা খাঁন (২০), মো. হানিফ (৩১), মো. মাসুদ রানা (৪৭), মো. আসাদুজ্জামান আসাদ (২০), মো. আবু সাইদ (২৩), মো. খলিল (৩৫)। গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন কারখানার শ্রমিক।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

শুক্রবার গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানালেন মামলার বাদি এসআই আবু সাঈদ।

এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কোথাও পোশাক শ্রমিকদের কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।