ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সিলেটের সাথে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২৩, ০৯:৩৬ রাত  

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে বন্ধের দেড় ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 
বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।
এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সাথে দেড় ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হয়।

আরও পড়ুনঃ কুলাউড়ার চিহ্নিত ছিনতাইকারী ফুলের শেষ রক্ষা হয়নি

  জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দুর্বল হয়ে বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটি পেছনের দিকে চালিয়ে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা এক্সপ্রেসর ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হয়। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারে। ট্রেনটি সরানো হলে দুপুর ২টার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন