কুলাউড়ার চিহ্নিত ছিনতাইকারী ফুলের শেষ রক্ষা হয়নি
প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২৩, ০৭:২৬ বিকাল
মৌলভীবাজারে কুলাউড়ায় একাধিক ছিনতাই ও চুরির মামলার অভিযুক্ত এবং চিহ্নিত ছিনতাইকারী মোস্তাফিজুর রহমান ফুলের শেষ রক্ষা হয়নি, অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়লো। বুধবার বিকেলে উপজেলার জয়চন্ডী বিজয়া সড়ক এলাকা থেকে ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নির্দেশনায় এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন গোপন তথ্যের ভিত্তিতে মামলার পরোওয়ানাভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। বিজয়া সড়কে তার অবস্থান শনাক্ত করে সেখানে এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন উপস্থিত হন। ফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সফল হতে পারেনি। পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হয়।
আরও পড়ুনঃ বিদেশী মদসহ ডিবির খাঁচায় ১জন
থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান ফুলের অবস্থান নিশ্চিত হয়ে কুলাউড়ার বিজয়া সড়ক এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন