ঢাকা, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

গাছ কেটে ঢাকা-আরিচা মহাসড়কে ফেলে অবরোধ

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০৬, ২০২৩, ১২:৪৯ দুপুর  

ছবি সংগৃহিত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ সময় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ ঢাবির কলাভবনের ওয়াশরুম থেকে ‘ককটেল’ উদ্ধার

এদিকে সোমবার সকালে মানিকগঞ্জ হরিরামপুর সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায়।


স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে রাস্তার গাছ কেটে জাগীর এলাকায় মহাসড়কের উপরে ফেলে রাখে। এ সময় গাছের ডালপালায় জড়িয়ে রাস্তার পাশের বিদ্যুতের তারও ছিঁড়ে যায়।


সদর উপজেলার উচুটিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান দিপু বলেন, রাত ৩টার দিকে বিকট শব্দ করে জাগীর কাঁচা আড়তের সামনের লাইনটি পড়ে যায়। পরে আমরা সেখানে গিয়েদেখতে পাই, রাস্তার উপরে একটি গাছ পড়ে রয়েছে। সেই গাছের ডালের সঙ্গে লেগে তার ছিঁড়ে গেছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

গোলরা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ভোরে জাগীর কাঁচাবাজার আড়তের সামনে রাস্তার গাছ কেটে মহাসড়কে ফেলে রাখে। সে কারণে মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। রাস্তায় পড়ে থাকা গাছটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।