ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ভোলার চরফ্যাশনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩, ০১:৩১ দুপুর  

ছবি সংগৃহিত

জেলার চরফ্যাশন উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চরফ্যাশন বাসস্ট্যান্ড সড়ক সংলগ্ন এলাকায় চট্রগ্রামগামী যমুনা এক্স্রপ্রেস নামের বাসটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: আসাদুজ্জামান জানান, বাসে অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০-৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসের মধ্যে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ রাজধানীতে আরও একোটি বাসে আগুন, দগ্ধ ১

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাখাওয়াত হোসেন বলেন, বাসটিতে কিভাবে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিন জেলায় যান চলাচল ও মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন অভ্যন্তরীণ ও দূর পাল্লার বাস ও অনান্য গণ পরিবহন লাচল করছে। একইসাথে ভোলা-বরিশাল, ভোলা-ঢাকা রুটসহ অনান্য রুটের লঞ্চ ও ফেরি চলাচল করছে।

রোববার সকাল থেকে কোথাও অবরোধ সমর্থকদের কোন তৎপরতা চোখে পড়েনি। শহরজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অবস্থান করছে আওয়ামী লীগ’র নেতা-কর্মীরা।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন