ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২৩, ১০:৫২ রাত  

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা আমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিক নির্দেশনায় বাংলাদেশের অগ্রগতির জোয়ার বইছে। সেই ধারাবাহিকতায় ডা. স্বপ্নীল এর নেতৃত্বে জালালাবাদ লিভার ট্রাস্ট মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। জালালাবাদ লিভার ট্রাস্টের কল্যাণে বৃহত্তর সিলেট তথা দেশের অসংখ্য মানুষ আজ ফ্রি চিকিৎসা সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিৎ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।

এমপি নেছার আহমদ শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আরও পড়ুনঃ দায়ের কোপে এক কোর্ট মুহুরির মৃত্যু

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা সভাপতি নির্মল কান্তি দেব এর সভাপতিত্বে ও সহঃ সভাপতি এডভোকেট  এডভোকেট মীর্জা ছায়েফ উদ্দিন বেগ ও যুগ্ম সাধারণ সম্পাদক জগদীশ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, সিলেট নগরীর ছড়ারপার এলাকার সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. স্বপ্নীল বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নতি হয়েছে। দেশের মানুষের খাদ্য ও চিকিৎসা পাচ্ছেন। উন্নত দেশের দিকে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
জেল হত্যা দিবসে ৪ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে স্মরণ করে, তাদের আত্মার মাগফেরাত কামনায় ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের একদল তরুণ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, কপিল দেব, সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা ও রেডটাইমস ডটকম বিডি নিউজ এর ডেস্ক ইনচার্জ এবং ভোরের চেতনা পএিকা বিশেষ প্রতিনিধি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার, সহ: সভাপতি সৈয়দ সুয়েব আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল জলিল শাহীন, সহ:সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান খান শামীম, তথ্য বিষয়ক সম্পাদক আবদুল হক, দপ্তর সম্পাদক এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস,সহ: দপ্তর সম্পাদক একে কে অলক,যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিদ দে,সহ: তথ্য বিষয়ক সম্পাদক,সহ: সমাজ সেবা বিষয়ক সম্পাদক তাপস দে, সমাজ সেবা বিষয়ক সম্পাদক বিকাশ দেব সুমন, সহ: মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক, মধু চন্দ,শামীম মিয়া প্রমুখ।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামীণ জনপদের অবহেলিত অসহায় ও অসচ্ছল রোগীরা স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্যাম্পে আগতদের প্রায় ৪ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।