ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২৩, ০৯:০৬ রাত  

ছবি সংগৃহীত

‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতারণ করা হয়।

আরও পড়ুনঃ নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

পুলিশ সুপার মোসা.সাদিরা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,এএসপি তারেক আল মেহেদী,এএসপি দোলন মিয়া, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানসহ প্রমুখ। 

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন