গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু
প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩, ০৭:৪০ বিকাল
ছবি সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জন মারা গেছে। এর মধ্যে রাজধানীতে ৪ জন এবং এর বাইরে ১১ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩৭৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪৯ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৫০৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৩২১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪৬৮ জন রয়েছেন।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন