ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

অবরোধের দ্বিতীয় দিন ভোরে সাভারে বাসে আগুন

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩, ১০:৪৬ দুপুর  

ছবি সংগৃহিত

ঢাকার সাভারে পার্কিংয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে বলিয়ারপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ভোরে বাসে অগ্নিসংযোগের খবর জানান স্থানীয়রা। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। বাসটিতে হঠাৎ ১০-১২ জন লোক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া রিমি পরিবহনের বাসটি ঢাকা-গাইবান্ধা রুটে চলাচল করত।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন