ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কুলাউড়ায় রেললাইনে আগুন; ট্রেন থামিয়ে দিল চালক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৮:৫৫ রাত  

ছবি সংগৃহীত

মৌলভীবাজারে কুলাউড়ার  ছকাপন রেলস্টেশনের কাছে টায়ারে আগুন ধরিয়ে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীরা টায়ার সরান। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে নয়টার দিকে।

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা ছকাপন রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখেছিল। রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ হরতালে সকাল থেকে ঢাকায় ৩ বাসে আগুন

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রেনের চালক ও যাত্রীরা আগুন লাগানো টায়ার রেললাইন থেকে সরিয়ে ট্রেনে নিয়ে কুলাউড়ায় চলে আসেন

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন