ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে কুমির আটক

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ১১:৪৩ রাত  

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মাইগ্রামের নবগঙ্গা নদীতে কয়েক দিন যাবত কুমির ভাসতে দেখে এলাকাবাসী। কুমির ভাসতে দেখে নবগঙ্গা নদীর দু’পাড়ের মাইগ্রামের শত শত লোকজন ভয়ে আতঙ্কে ছিল । 

আরও পড়ুনঃ নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টার অভিযোগে,অভিযুক্ত গ্রেফতার

শনিবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নবগঙ্গা নদীর মাইগ্রাম নামক স্থানে অল্প পানিতে মাছ ধরতে গিয়ে কুমির টিকে দেখতে পায় । এসময় কয়েকজন মিলে রশি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরের মুখের ভিতর দিয়ে কুমিরের পিঠে ওঠে বসে পড়ে ওরা। পরে স্থানীয় ও আরো লোকজনের সহযোগিতায় কুমির টিকে  পানি থেকে তুলে ওপরে নিয়ে আসে। কুমিরটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা । এব্যাপরে খুলনা বন বিভাগের কর্মকর্তারা কুমিরটি নেওয়ার জন্য রওনা হয়েছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন