ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

বৃত্তির লোভে পরে প্রতারিত হবেন না!!

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৯:৪১ রাত  

ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার কথা জানিয়ে মোবাইল ফোনে বার্তা পাঠাচ্ছে একটি প্রতারক চক্র।

‘০১৫৭৬৭৭০২৬৩’ নম্বর থেকে বিভিন্ন মোবাইল অপারেটরে এসএমএস পাঠিয়ে বলা হচ্ছে- শিক্ষার্থীদের ৫ হাজার ৬০০ টাকা বৃত্তি দেয়া হবে। সেজন্য ০১৭৬০৮৫৭৮৫৪ ও ০১৮২৫৪১৪১২৮ নম্বরে যোগাযোগ করতে হবে।

মোবাইল ফোনে পাঠানো বার্তায় ঢাকা শিক্ষা বোর্ডের পোর্টালেরও লিংক দেওয়া হয়।

এই দুটি নম্বরে যোগাযোগ করা হলে বার বার ফোন কেটে দেয়া হয়। আবার নম্বর ব্যস্তও দেখা যায়।

‘০১৭৬০৮৫৭৮৫৪’ এই নম্বরটিতে বহুবার যোগাযোগ করার পর কথা বলেন একজন ব্যক্তি। তিনি বৃত্তির টাকা পেতে ব্যাংকের কার্ড নম্বর ও নগদ নম্বর চান, নইলে টাকা দেয়া সম্ভব হবে না বলে জানিয়ে দেন।

প্রতিবেদক প্রশ্ন করলে সেই ব্যক্তি বলেন, তিনি আগারগাঁওয়ের ঢাকা ন্যাশনাল বোর্ডের অফিস থেকে বলছেন।

পরে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

তপন কুমার সরকার বলেন, “আমরা বৃত্তি দেয়ার জন্য কখনও কাউকে এসএমএস দেই না। এটি একটি প্রতারক চক্র। এরা এর আগেও বহুবার এমন করেছে। তাদের বিরুদ্ধে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা ব্যবস্থাও নিয়েছে। আপনারাও এদের ধরিয়ে দিন।”

শিক্ষার্থী ও অভিভাবকদের তিনি এই চক্র থেকে দূরে থাকার তাগিদ দেন।

তিনি বলেন, “আমরা আমাদের ওয়েবসাইটে এই প্রতারক চক্র থেকে সতর্ক থাকার কথা বলেছি। আর কোনো শিক্ষার্থী বৃত্তি পেলে সে প্রতিষ্ঠান থেকেই জানতে পারবে। এসএমএস দিয়ে জানানো হবে না।”